‘নিসর্গ’ প্রকৃতি বিষয়ক বাংলা অনলাইন ম্যাগাজিন। বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষীদের সামনে প্রকৃতি ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য লেখালেখি ও ছবির মাধ্যমে তুলে ধরার প্রয়াস নিয়ে নিসর্গ কাজ করে যাচ্ছে। প্রকৃতির প্রতি ভালোবাসা থেকেই প্রকৃতি সংরক্ষণে মানুষ এগিয়ে আসবে সেই আশাবাদই নিসর্গের প্রাণ। “প্রকৃতিপ্রেম থেকে প্রকৃতি সংরক্ষণ”-ই নিসর্গের মূল উদ্দেশ্য।
প্রকৃতি ও পরিবেশ বিষয়ক লেখালেখি প্রকাশের উদ্দেশ্য নিয়ে নিসর্গ প্রথম প্রকাশ হয় ২০০১ সালে। অতপর নটরডেম ন্যাচার স্টাডি ক্লাবের শেখর রায় সহ আরো কয়েকজন উৎসাহী ব্যক্তির সহযোগিতায় শুরু হয় নিসর্গের যাত্রা। তার পর অনেক সময় গড়িয়েছে। নানা চড়াই-উৎরাই পেরিয়ে নিসর্গ আজ বাংলা ভাষাভাষি অসংখ্য মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।
শুরু থেকে আজ পর্যন্ত নিসর্গের প্রতি অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে কতিপয় নিসর্গী স্বেচ্ছাসেবীর নিরলস পরিশ্রমের ফসল আজকের নিসর্গ।