জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের নভেম্বরে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্নে অধিদপ্তরটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ছিল। পরবর্তীতে এটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আসে। ১৯৮৬ সালে জাতীয় গ্রন্থাগার ভবন নির্মাণ হওয়ার পূর্ব পর্যন্ত অধিদপ্তরটি একটি ভাড়া বাড়িতে এর কার্যক্রম শুরু করে। জাতীয় গ্রন্থাগার ভবন নির্মাণ কাজ শুরু হয় ১৯৭৮ সালে এবং নির্মাণ কাজ সম্পন্ন হয় ১৯৮৫ সালে। ২০০৫ সালের পূর্ব পর্যন্ত জাতীয় আরকাইভস-এর কার্যক্রম জাতীয় গ্রন্থাগার ভবনে সম্পাদন হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি ২০০১ সালে জাতীয় আরকাইভস ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। জাতীয় আরকাইভস ভবন নির্মাণের প্রথম পর্যায় ২০০৪ সালে এবং ২য় পর্যায় ২০১২ সালে শেষ হয়। বর্তমানে জাতীয় আরকাইভসের কার্যক্রম ৫তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন এবং ৭তলা বিশিষ্ট ষ্ট্যাক ভবনে সম্পাদন হচ্ছে যা আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭-এ অবস্থিত।
জাতীয় গ্রন্থাগার সেবা
১. পাঠকসেবা :
বাংলা ও ইংরেজি সংগ্রহের জন্য পৃথক দুটি এবং সংবাদপত্রের জন্য একটি মোট তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত পাঠকক্ষের মাধ্যমে পাঠকসেবা প্রদান করা হয়।
২. রেফারেন্স সেবা :
শিক্ষা, গবেষণা বা দাপ্তরিক প্রয়োজনে প্রশাসন, নীতি নির্ধারক, পেশাজীবী, দেশি বিদেশি প্রতিষ্ঠান এবং বিভিন্ন দপ্তরকে বৈচিত্রধর্মী সংগ্রহ সম্ভার থেকে রেফারেন্স সেবা প্রদান করা হয়।
৩. গ্রন্থপঞ্জি সেবা :
জাতীয় পর্যায়ে কোন গবেষণার প্রয়োজনে বা অন্যান্য গবেষণার গুরুত্ব বিবেচনা সাপেক্ষে উপযুক্ত গবেষক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান ও ব্যক্তিগত পর্যায়ের গবেষক পাঠকে তথ্য সেবা গ্রন্থপুঞ্জিমূলক সেবা দেয়া হয় ।
৪. ফটোকপি সেবা :
গ্রন্থাগার ব্যবহারকারি গবেষক সদস্যদেরকে বই প্রতি পৃষ্টা ২/- টাকা, রেকর্ডস এবং বিপোর্ট প্রতি পৃষ্টা ৩/- টাকা এবং সমসাময়িক সংবাদ পত্র ৫/- টাকা হারে ফটোকপি সেবা প্রদান করা হয় [ বাঁধাইকৃত সংবাদ পত্রের ফটোকপি দেয়া হয় না। ]
৫. আইএসবিএন বরাদ্দ সেবা :
বাংলাদেশের বই জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিতি করে তোলার লক্ষে ল-নস্থ আইএসবিএন আইনটির নীতিমালার আওতায় বাংলাদেশ সরকারি আইএসবিএন কর্তৃপক্ষকে বার্ষিক চাদা প্রদান করে থাকে।
৬. ইন্টারনেট সাচিং এবং ই- মেইল ব্রাউজিং সেবা :
বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার এর পাঠক কক্ষে সদস্যদের জন্য ইন্টারনেট এবং ই -মেল ব্রাউজিং এর WiFi সংযোগ সুবিধার আওতাভূক্ত সেবা প্রদান করা হয়।
৭.মাইক্রোফিল্ম পাঠক সেবা :
গবেষকদের অনুরোধের কিছু নির্দিষ্ট বিষয়ের মাইক্রোফিল্ম পাঠসেবা প্রদান করা হয়।
৮. মানচিত্র সেবা :
শুধুমাত্র গবেষক শ্রেনির পাঠকদের গবেষণা কাজের প্রয়োজনে গ্রন্থাগারে মানচিত্র ব্যবহারের সুবিধা পেয়ে থাকেন ।
৯. ধার সেবা :
সাধারণত বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার হতে বই ধার দেয়া হয় না , তবে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালকের বরাবর সংস্থাপ্রধানের আনুষ্ঠানিক পত্রপেষ সাপেক্ষে সরকারি দপ্তর সংস্থা প্রতিষ্ঠান মন্ত্রি, প্রতিমন্ত্রি,উপ-মন্ত্রি,সংসদ সদস্য,একটি নির্দিষ্ট সময়ের জন্য সুবিধা গ্রহণ করতে পারেন।
১০.আনুষাঙ্গিক সুবিধা :
জাতীয় গ্রন্থাগারের লক্ষ্য উদ্দেশ্য এবং আদর্শ এর সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো প্রয়োজন / উদ্দেশ্যে কোন প্রতিষ্ঠান নির্ধারিত ফি এর মাধ্যমে জাতীয় গ্রন্থাগারের ৩০০ আসন বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত মিলনায়তন ও প্রদর্শনী গ্যালারী ব্যবহার সুবিধা পেতে পারেন্ ।