আমাদের সমাজ জড়বাদী নয়, গতির সঙ্গে চলছে। এই গতি প্রভাব ফেলছে রাজনীতিতে, অর্থনীতিতে। রাজনীতি-অর্থনীতির ঝড়োহাওয়া বদলে দিচ্ছে সমাজ মানস। প্রযুক্তি এসে তাতে দিচ্ছে নতুন বাতাস। প্রযুক্তি আর মুক্তবাজারের খোলা হাওয়ায় সংবাদপত্র পাঠকরাও যার যার মতো মতামত রাখছেন অনলাইন জরিপে।
রাজনীতিতে মুখের লড়াই চলছে। বাকযুদ্ধ থামার লক্ষণ নাই। দলের যারা মুখরা মুখপাত্র, তাদের মুখ সজোরে চলছেই। পরস্পরকে ঘায়েল করতে, যুক্তিতর্কের বদলে দোষারোপ আর পাল্টা দোষারোপের রাজনীতির বাক্যস্রোত বিপুল বেগেই বহমান। এই রাজনীতি মাঠের রাজনীতিতে উষ্ণতা আনতে না পারলেও কখনো কখনো আশার সম্ভাবনা জাগিয়ে তুলছে।
আমাদের সমাজ জড়বাদী নয়, গতির সঙ্গে চলছে। এই গতি প্রভাব ফেলছে রাজনীতিতে, অর্থনীতিতে। রাজনীতি-অর্থনীতির ঝড়োহাওয়া বদলে দিচ্ছে সমাজ মানস। প্রযুক্তি এসে তাতে দিচ্ছে নতুন বাতাস। প্রযুক্তি আর মুক্তবাজারের খোলা হাওয়ায় সংবাদপত্র পাঠকরাও যার যার মতো মতামত রাখছেন অনলাইন জরিপে।