নতুন কিছু সৃষ্টির বাসনা মানুষের চিরন্তর। সেই নতুন সৃষ্টির নেশায় সৃষ্টি হলো www.bangladesherkhela.com । কয়েকজন খেলা প্রিয় যুবকের সৃষ্টির বাসনায় বাংলাদেশের খেলাধুলা সংক্রান্ত এই পূর্ণাঙ্গ ওয়েবসাইটরি জন্ম। এ ওয়েবসাইট যাত্রা শুরু করে ২০০২ সালের ৩০ অক্টোবর, বাংলা ভাষায়। বাংলা ভাষাভাষী কোটি কোটি ক্রীড়ামোদী দেশে-বিদেশে নিজ ঘরে বসে জানতে পারবেন বাংলাদেশের খেলাধুলা নিয়ে বিস্তারিত খবরাখবর, তথ্য, রেকর্ড, দুর্লভ ছবি এবং আরও অনেক কিছু।
বাংলাদেশের খেলা ওয়েবসাইটির প্রধান বৈশিষ্ট্য এটি পূর্ণাঙ্গ বাংলা ওয়েবসাইট। যার দুটো অংশ ডায়নামিক ও স্ট্যাটিক। ডায়নামিক অংশটি প্রতিদিন নতুন নতুন তথ্যে সন্নিবেশিত থাকবে। আর স্ট্যাটিক অংশটি পরিবর্তিত হবে সময়ের চাহিদা অনুযায়ী। ডায়নামিক অংশে থাকছে প্রতিদিনের ক্রীড়া বিষয়ক খবরাখবর। আর সেই সাথে কলাম/ফিচার এবং সাক্ষাৎকার। সেখানে থাকছে ক্রীড়াঙ্গনের সামনে বা পিছনের তথ্যবহ মন্তব্য। স্ট্যাটিক অংশে বাংলাদেশের ক্রীড়া ফেডারেশন, ক্রীড়া সংস্খা বা ক্রীড়া সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সন্নিবেশিত রয়েছে। থাকছে সেই সকল ব্যক্তিবর্গের পরিচয়, অতীতের স্মৃতিবহ ছবি যাদের জন্য বা যার জন্য আমরা গর্ববোধ করতে পারি প্রতিটি মুহূর্তে। আরো একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে লাইভ স্কোর বোর্ড। বাংলাদেশের গুরুত্বপূর্ণ খেলায় সরাসরি ফলাফল পৌঁছে যাবে সাইটে ভ্রমণকারীদের হাতে। থাকবে তাদের জন্য মন্তব্য প্রকাশের সুবিধা। আরও থাকবে চলমান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভোট বা পোল। বাংলায় ওয়েবসাইট তৈরির প্রতিবন্ধকতা অনেক। নতুন হিসেবে সকলের প্রত্যাশা পূরণে ঘাটতি হয়তো থাকবে। তবে তা দূর করার প্রতিশ্রুতিও রইল আমাদের কাছ থেকে।
www.bangladesherkhela.com যাদের ঐকান্তিক প্রচেষ্টার ফসল তাদের মাঝে কেউ ক্রীড়া সাংবাদিক, কেউবা ব্যবসায়ী। এদের সম্পর্কে তাই একটু বলতেই হয়।
We are some young Sports Journalists, innovative, enthusiastic, committed & creative. It’s not only the sign of excellence & devotion to our profession but is the tune of our heart also. So we decided to put step in the arena of cyber-journalism and eventually came the decision to award the best sportsman of the year.
A patriotic filling has driven us into this field. In this cyber world, where free flow of information is so accessible through internet, in our country we sere lacking behind. We thought that this is the right media to supersede satellite channels & print Medias. Any body from any corners of the world can have easy & immediate access to any sort of information. But in our country there were no such sports website, that an expatriate Bangladeshi or a foreigner can have access to any sports updates of Bangladesh. www.bangladesherkhela.com is the first & complete sports website (as well as in our mother language) in the country.