2008 সালে মামুন রশিদ গ্রেকের প্রতিষ্ঠা করেন এবং সে সময় থেকে বাংলাদেশে যাবতীয় কার্যক্রমের প্রধান হিসাবে নেতৃত্বে থাকেন বিলকিস জাহান। 08-08-08 তারিখে মামুন রশিদ ইউএসএ’র টেক্সাস টেক ইউনিভার্সিটিতে পিএইচডি করতে আসেন। যাত্রাপথে প্লেনের মধ্যেই গ্রেকের প্রাথমিক কার্যক্রম ও ওয়েবসাইটের নকশা সহ সবকিছুর খসড়া তৈরী করা হয়। প্রথম কয়েক মাসে গ্রেকের সকল কাজকর্ম কেবল ওয়েবসাইটে বিনামূল্যে তথ্য বিতরণের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সে সময় গ্রেকের নাম ছিল জিআরই সেন্টার এবং grecenter.net নামের ওয়েবসাইটের মাধ্যমে সব তথ্য বিতরণ করা হতো। জিআরই সেন্টারের কোর্স ডেভেলপমেন্ট ও লেকচার শীট তৈরী সহ ওয়েবসাইটের সব কাজ মামুন ইউএসএ থেকে করেন এবং কোর্স পরিচালনা, বিপনন ও মানবসম্পদ নিয়ন্ত্রণের সবকিছু বাংলাদেশে বিলকিস জাহান সুনিপুনভাবে পরিচালনা করতে থাকেন। গ্রেকের পরিচিতি ও ব্যবসায়িক সাফল্যের পেছনে এই দুইজন মানুষের ছন্দবদ্ধ সংগঠন মূল চালিকা ছিল। ঢাকার জিগাতলার কাছে একটি প্রতিষ্ঠানে এক রুমের সাবলেট হিসাবে জিআরই সেন্টার যাত্রা শুরু করে। প্রথম তিন মাসে গ্রেকের স্টুডেন্ট সংখ্যা ছিল শূন্য। কিন্তু প্রথম ব্যাচ শুরু করার পর থেকে আমাদের নিষ্ঠা, আন্তরিকতা এবং কোর্সের গুণগত মান সম্পর্কে ধীরে ধীরে এর পরিচিতি বাড়তে থাকে এবং সনাতন ধারার কোচিং সেন্টার থেকে আমাদের পথিকৃতের কথা ছড়িয়ে পড়তে থাকে। আমাদের প্রধান মার্কেটিং টুল ছিল “ওয়ার্ড অব মাউথ” অর্থাৎ আমাদের নিজেদের স্টুডেন্টদের কাছ থেকেই অন্যদের কাছে তথ্যের প্রবাহ।
GRE tuition service
IELTS tuition service
GMAT tuition service
SAT tuition service
TOEFL tuition service
Credit Card Aid
Paper sending service